ড. মহীতোষ গায়েন | About

Avatar of ড. মহীতোষ গায়েন
ড. মহীতোষ গায়েন 10 Rep.
0 উত্তর 0 সেরা উত্তর
0 প্রশ্ন 0 উত্তরহীন
0 মন্তব্য 0 অননুমোদিত
10 পয়েন্ট 0 এই মাসে

ড. মহীতোষ গায়েন (প্রাবন্ধিক,গ্রন্থকার,কবি ও সাংবাদিক) উপাধ্যক্ষ-সিটি কলেজ,কলকাতা। কল‍্যানী বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরেট অফ ওপেন এ্যান্ড ডিস্ট‍্যান্স লার্নিং-এর (এম.এ ক্লাসের) অধীন অতিথি অধ্যাপক।বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরেট অফ ডিস্ট‍্যান্স এডুকেশন(এম.এ ক্লাস)-এর অতিথি অধ্যাপক। রিসার্চ জার্নাল "আবহমান"এর সাবেক সম্পাদক, গড়িয়া সুচিন্তন সোসাইটি ফর কালচারের ইসি মেম্বার ও সাবেক সহ সম্পাদক। মফস্বল সম্পাদক- দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ, সহ সম্পাদক-রূপসা টাইমস। সাংবাদিক-গ্লোবাল নিউজ, রিপোর্টার-ডেইলি হ‍্যান্ট নিউজ,অল ইন্ডিয়া মিডিয়া নিউজ, যুগ্ম কর্ণধার ও সম্পাদক-উৎস মানুষ নিউজ। ভূতপূর্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামারপুকুর কলেজ। কলকাতা ঢাকা মৈত্রী পরিষদের সাবেক সম্পাদক। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের এক্সিকিউটিভ কমিটির নির্বাচিত মেম্বার। পশ্চিমবঙ্গের বঙ্গীয় সাহিত্য পরিষদ,করপাস রিসার্চ সেন্টার, ইতিহাস একাডেমি ঢাকার আজীবন সদস্য। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের নব নির্বাচিত সহ সম্পাদক,গড়িয়া সুচিন্তন সোসাইটি ফর কালচারের নব নির্বাচিত সম্পাদক। ১৯৮২ থেকে লেখালেখি শুরু, প্রথম ছড়া দিয়ে লেখার হাতেখড়ি, "গাভাস্করের সেঞ্চুরি" নামে ছড়া ন‍্যাজাট ছড়া কার্ডে প্রকাশিত হয়। পিতা বিনোদ বিহারী গায়েন,যিনি ২৪পরগনায় ৫২টি স্কুলের প্রতিষ্ঠাতা ও মাতা যমুনা বালা গায়েনের কনিষ্ঠ পুত্র।কলকাতার সিটি কলেজ থেকে ইতিহাস অনার্স,এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম,এ,বি.এড ।১৯৯৭ এ প্রথম কর্মজীবন শুরু স্কুলের শিক্ষকতা দিয়ে এরপর ২০১০ থেকে কামারপুকুর কলেজে অধ‍্যাপনা, বর্তমানে সিটি কলেজের অধ্যাপক ও উপাধ্যক্ষ।এ পর্যন্ত ৪টি কাব‍্যগ্রন্থ প্রকাশিত; (১)অস্থির সময়,নষ্ট প্রেম ও কিছু নিষিদ্ধ কবিতা,মডেল পাবলিশার্স, কলকাতা পুস্তকমেলা-২০০৪ (২) হৃদয়ে রক্তপাতের শব্দ,প্রতিভাস,কলকাতা,২০০৭ ৩)আয় বৃষ্টি হৃৎকমলে,রূপালি পাবলিশার্স,২০১৮কলকাতা পুস্তকমেলা (৪)অস্থির সময়ের দিনলিপি-চান্দ্রভাষ প্রকাশনা,২০১৮কলকাতা পুস্তকমেলা এছাড়া ৯টি গ্রন্থ (৩টি গবেষণা গ্রন্থ) প্রকাশিত। তার মধ্যে একটি গবেষণা গ্রন্থ হল-"গণদর্পণে বাংলা নাটক: নাট‍্য আন্দোলনের ইতিহাস",ঘোষ পাবলিশিং হাউস। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ২৮ টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ৫০ টিরও বেশি সাহিত্য ম্যাগাজিন, পত্রিকা, সংবাদপত্রে নিয়মিত কবিতা, গল্প, নিবন্ধ নিয়মিত প্রকাশিত হয়।

নিবন্ধিত আগস্ট 11, 2022
Registered
ডিসেম্বর 29, 2022
10