কাকলি ভট্টাচার্য্য মৈত্র | About

Avatar of কাকলি ভট্টাচার্য্য মৈত্র
কাকলি ভট্টাচার্য্য মৈত্র 10 Rep.
0 উত্তর 0 সেরা উত্তর
0 প্রশ্ন 0 উত্তরহীন
0 মন্তব্য 0 অননুমোদিত
10 পয়েন্ট 0 এই মাসে

৬ই আগষ্ট ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরে জন্ম, গল্পকার ও কবি কাকলি ভট্টাচার্য্য মৈত্রের। তিনি শান্তিনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ছোটোবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এবং শাস্ত্রীয় ও রবীন্দ্র নৃত্যশিল্পী হিসেবে পরিচিত, উত্তরবঙ্গের রায়গঞ্জ ও শিলিগুড়ি শহরে। বর্তমানে কলকাতার বাসিন্দা, "আড়বাঁশির সুরে" সাহিত্য গ্রুপের কর্ণধার। লেখার জগতে আনুষ্ঠানিক ভাবে দেরিতে প্রবেশ হলেও, লেখালেখি, কবিতা পড়া এবং পাঠ করার প্রতি আকর্ষণ ছোটোবেলা থেকেই। "এবং শ্রবণা" একক কবিতার বই। ভ্রমণপিপাসু প্রকাশনীর সঙ্গে যুক্ত, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের পত্রিকা শান্তিনিকেতন থেকে প্রকাশিত "মূর্তবাণী", নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শান্তিনিকেতন শাখার মুখপত্র "বনবাণী", নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের হাওড়া শাখার মুখপত্র "কিরণ", শান্তিনিকেতন থেকে প্রকাশিত "আজকের কবিতা", বহির্বঙ্গ বাংলা ভাষা সংস্কৃতি পরিষদের ভাষা চেতনা পরিবারের পত্রিকা "একুশে একুশ", বহ্নিপতঙ্গ পরিবারের পত্রিকা "অন্তর মহলের গল্প", শিশু সাহিত্য পত্রিকা "অরুণ আলোয়", "অকালকথা" ই-ম্যাগাজিন, "দৈনিক কাব্যপত্র", এছাড়াও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা এবং বাংলাদেশের "দৈনিক আলাপ", "দেশপত্রিকা.কম" এবং বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত।

নিবন্ধিত সেপ্টেম্বর 8, 2022
Registered
ডিসেম্বর 29, 2022
10