প্রণবকুমার চট্টোপাধ্যায় | About

Avatar of প্রণবকুমার চট্টোপাধ্যায়
প্রণবকুমার চট্টোপাধ্যায় 10 Rep.
0 উত্তর 0 সেরা উত্তর
0 প্রশ্ন 0 উত্তরহীন
0 মন্তব্য 0 অননুমোদিত
10 পয়েন্ট 0 এই মাসে

জন্মগ্রহণ করেন কলকাতার দর্জিপাড়া ম্যাটারনিটি হোমে। পিতা প্রফুল্ল চট্টোপাধ্যায় এবং মাতা রাজলক্ষ্মী দেবী। কবি বর্তমানে সপরিবারে কলকাতার বসবাস করেন। কবির, সাহিত্যের সব কটি শাখায় পারদর্শীতা আছে। তিনি অনুবাদ করেছেন বিভিন্ন ভাষার কবিতা। ছন্দ ও ছন্দহীনতায় সমান তাঁর ব্যুৎপত্তি রয়েছে। পুরাণ, দর্শন, সমাজতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান, সবকিছুই উঠে এসেছে তাঁর লেখায়। কবির প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে “পদ্মকোরকের বুক শিশিরে ভেজেনি” (১৯৮৩), “অছান্দিক মন্ত্রমালা” (১৯৯৬), “শক্তিমান সুপারম্যান নারদ্রাকাদের দেশে” (ছড়া সংকলন, ২০০০), “অনত্থপদ সংহিতা” (২০১৫), “শঙ্খলাগা রোদে” (২০১৬), “অক্ষর ধানের” (২০১৯), “মেললহু ভূমিখণ্ডে” (২০১৯)। দীর্ঘকাল ধরে কবি লিটল ম্যাগাজিনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তিনি ১৯৮১ সাল থেকে অদ্যাবধি “ক্লেদজ কুসুম” নামে একটি বিখ্যাত লিটল ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন। তাঁর লেখা প্রায় সব কটি বাণিজ্যিক-অবাণিজ্যিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন ভাষার কবিতার অনুবাদেও তিনি খ্যাতি লাভ করেছেন। কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে তাঁর দীর্ঘ কবিতার সংকলন “অনত্থপদ সংহিতা”(২০১৫) এর জন্য। “বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার”, “বেণুকা সাহিত্য সম্মান” (২০১৬), “মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার” (২০১৭) প্রভৃতি। এ ছাড়া “সৌহার্দ্য সত্তর” এর হয়ে প্রতিবেশী বাংলাদেশে আমন্ত্রিত অতিথি হিসেবে ভ্রমণ করেছেন।

নিবন্ধিত আগস্ট 7, 2022
Registered
ডিসেম্বর 29, 2022
10