আহমেদ স্বপন মাহমুদ | About

Avatar of আহমেদ স্বপন মাহমুদ
আহমেদ স্বপন মাহমুদ 10 Rep.
0 উত্তর 0 সেরা উত্তর
0 প্রশ্ন 0 উত্তরহীন
0 মন্তব্য 0 অননুমোদিত
10 পয়েন্ট 0 এই মাসে

আজ ৩রা ফেব্রুয়ারি কবি ও প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদের জন্মদিন। ১৯৬৬ সালের আজকের এই দিনে তিনি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশা শুরু করেন প্রকাশনা সংস্থায়। অধ্যাপনায় যুক্ত ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়। কাজ করেছেন আন্তর্জাতিক সংস্থায় শিক্ষা ও নীতি গবেষণায়। বর্তমানে একটি গবেষণা সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী। পুঁজিতান্ত্রিক বিশ্বায়ন ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সামাজিক আন্দোলন ও নীতি প্রক্রিয়ায় নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তার প্রকাশিত কাব্যগন্থের মধ্যে রয়েছে― কবিতা— অতিক্রমণের রেখা [শ্রাবণ প্রকাশনী, ২০০০] সকল বিকেল আমাদের অধিকারে আছে [জয়ামি ২০০৪] অবিচল ডানার উত্থান [জয়ামি ২০০৬] আদি পৃথিবীর গান [পাঠসূত্র, ২০০৭] আগুন ও সমুদ্রের দিকে [পাঠসূত্র, ২০০৯] আনন্দবাড়ি অথবা রাতের কঙ্কাল [অ্যাডর্ণ পাবলিকেশন, ২০১০] প্রেম, মৃত্যু ও র্সবনাম [প্রকৃতি ২০১৪] অতিক্রমণের রেখা (নির্বাচিত কবিতা) [লোক, ২০১১] ভূখণ্ডে কেঁপে ওঠে মৃত ঘোড়ার কেশর [শুদ্ধস্বর, ২০১৩] রাজার পোশাক [শ্রাবণ প্রকাশনী, ২০১৪] অনেক উঁচুতে পানশালা [চৈতন্য, ২০১৪] দাহকাব্য [শমপ্রকাশ, ২০১৫] শ্রীমতি প্রজাপতি রায় [তিউড়ি প্রকাশন, ২০১৭] এখান থেকে আকাশ দেখা যায় [তিউড়ি প্রকাশন, ২০১৮] এবং প্রকাশিত প্রবন্ধগ্রন্থগুলো হচ্ছে— সমূহ সংকেতের ভাষা [শ্রাবণ প্রকাশনী, ২০০১] কলমতালাশ: কবিতার ভাব ও বৈভব [শ্রাবণ প্রকাশনী, ২০১৪] কবিতার নতুন জগৎ [ঐতিহ্য, ২০১৭] এছাড়াও উন্নয়ন রাজনীতি ও গবেষণা নিয়ে রয়েছে তার অসংখ্য প্রকাশনা। ভ্রমণ, আড্ডা, বন্ধুত্ব তার প্রিয় প্রসঙ্গ। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, যথাক্রমে ― বইপত্তর সম্মননা (কলকাতা) ২০০০, বগুড়া লেখক চক্র সাহিত্য পুরস্কার ২০১৫, শব্দগুচ্ছ পুরস্কার ২০১৫, ও ‘লোক’ সাহিত্য পুরস্কার ২০১৬।

নিবন্ধিত ফেব্রুয়ারি 4, 2022
Registered
ডিসেম্বর 29, 2022
10