জিজ্ঞাসার নিয়মাবলী

জিজ্ঞাসার নিয়মাবলী সমূহ প্রশ্নকর্তা এবং উত্তরদাতা সকলকে মেনে চলার অনুরোধ করা হলো।

প্রশ্ন করার ক্ষেত্রে

  • ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না।
  • প্রশ্ন গঠনমূলক হতে হবে।
  • প্রশ্ন সরল ভাষায় লিখতে হবে।
  • প্রশ্ন বাংলায় লিখতে হবে।
  • প্রশ্নে আমি, আপনি, তুমি বা কোন রকম সম্বোধন সূচক শব্দ যোগ করা যাবে না।

জবাব দেয়ার ক্ষেত্রে

  • উত্তর অবশ্যই গঠণমূলক এবং তথ্যবহুল হতে হবে।
  • নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে উত্তর দিতে হবে।
  • উত্তরে কোন রূপ মিথ্যা তথ্য বা মনগড়া তথ্য যোগ করা যাবে না।
  • উত্তর অবশ্যই বাংলায় লিখতে হবে।
  • উত্তর সহজবোধ্য ভাষায় লিখতে হবে।
  • উত্তরে কোন জাতি, ধর্ম, বর্ণ, বা গোত্রের মানুষ বা অন্য কোন প্রাণীর প্রতি অস্মান বা ঘৃণা প্রচার করা যাবে না।

আরো পড়ুন: সাময়িকী জিজ্ঞাসায় স্বাগতম!

মন্তব্য করুন