মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?

939 viewsইতিহাসধাতু বিবর্তন মানুষ
2

বর্তমানে মানুষ প্রায় সব ধাতুরই ব্যবহার করে থাকে। আমার জানার আগ্রহ হচ্ছে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?

আরিফুর রহমান Changed status to publish জানুয়ারি 31, 2023
0

মানুষ সর্বপ্রথম প্রস্তর যুগের পর তামা ব্যবহার করতে থাকে। সে যুগকে বলা হত তাম্রযুগ। তারপর আসে লোহার ব্যবহার এটি সহজে পাওয়া যেত। এমনকি মাটির উপরেও পাওয়া যেত।

লোহা সহজে নমনীয় করে অস্ত্রশস্ত্র ও গৃহস্থালির জিনিসপত্র তৈরি করা যেত।সে কারণে ঐ যুগকে বলা হত আয়রন এজ বা লৌহ যুগ। লোহার ওপর ভিত্তি করে মানুষ উন্নয়নের পথে এগোতে থাকে।

আরিফুর রহমান Changed status to publish এপ্রিল 16, 2022