বঙ্গভঙ্গ কি বা কাকে বলে? কত সালে বঙ্গভঙ্গ হয়?

FeaturedSolved10.88K viewsইতিহাসইতিহাস বঙ্গভঙ্গ বাংলা
2

বঙ্গভঙ্গ কি বা কাকে বলে? কত সালে বঙ্গভঙ্গ হয়?

Question is closed for new answers.
আরিফুর রহমান Changed status to publish জানুয়ারি 31, 2023
1

বঙ্গভঙ্গ শব্দটি ভাঙলে বঙ্গ + ভঙ্গ হয়। বঙ্গ শব্দের অর্থ হলো বাংলা আর ভঙ্গ শব্দের অর্থ হলো ভাগ। অর্থাৎ, বঙ্গভঙ্গ শব্দের অর্থ হলো বাংলা ভাগ।

শাসনকার্য পরিচালনার সুবিধার্থে ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯০৫ সালে ইংরেজ সরকার কতৃক অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করাকে বঙ্গভঙ্গ বলে।

কত সালে বঙ্গভঙ্গ হয়?

লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ হয়। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হয়। যে দুটি প্রদেশে ভাগ করা হয় তা হলো –

  • পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ
  • পশ্চিমবঙ্গ প্রদেশ

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এর গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার। আর পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এর গভর্নর নিযুক্ত হন এনড্রু ফ্রেজার। মূলত বঙ্গভঙ্গের ফলে অনেক সুবিধা হয়।

আরিফুর রহমান Selected answer as best জানুয়ারি 12, 2023
You are viewing 1 out of 2 answers, click here to view all answers.